“৭নংইউপিকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল হিসাবে গড়ে তুলতে চানঃসম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল রানা চৌঃমুফিজুর রহমান নাহিদ সিলেট বিভাগীয় প্রতিনিধিঃআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে জনগণের উৎবে আর উৎকণ্ঠা ততই বাড়ছে। সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়ন পরিষদের
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিয়েছেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, সমাজ সেবক, গরিব -দুঃখী মেহনতি মানুষের বন্ধু,বাবুল রানা চৌধুরি। তিনি জানান- আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭নং বাণিগ্রাম ইউনিয়নে নির্বাচন করব। ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নবাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন আওয়ামী রাজনীতি করে মানুষের সেবা করে আসছি।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। তিনি আরো বলেন, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিটি নির্বাচনে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সুসংগঠিত রয়েছি। এজন্য চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো। তিনি
৭নংদক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নবাসির সহযোগিতা কামনা করেছেন। সাথে সাথে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসির কাছে দোয়া চেয়েছেন। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।প্রবাস জীবনের
শুরু থেকে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততার পাশাপাশি প্রবাসী ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়ন বাসির সুখ – দুঃখে সর্বদা পাশে রয়েছেন। কিন্তুু বাবুল রানা চৌধুরিপ্রবাসে তার কার্যক্রম কে থেমে রাখেন নি , তিনি সুযোগ পেলেই চলে যান নিজ এলাকা ৭নং দক্ষিণ বাণিগ্রামে ইউনিয়নে । সেখানকার মানুষের সুখ দুঃখ হাসি কান্না কে তিনি আপন চিত্তে গ্রহন
করে তাদের সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ড সহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দীর্ঘদিন দলীয়
নেতাকর্মি সহ সাধারন মানুষের সাথে মতবিনিময় ও গনসংযোগ করে যাচ্ছেন।এই প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি জানান, শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি নির্বাচিত হতে পারলে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বেকার যুবক
যুবতীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশু নির্যাতন, পাচার, এসিড সন্ত্রাস, বাল্য বিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। সর্বপরি সকলের সহযোগীতায় ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নকে একটি আলোকিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, দল ও জনগণ আমাকে সমর্থন
দিলে এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ। ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নের জনগণের প্রতি আমার শতভাগ আস্থা ও বিশ্বাস রয়েছে এবং নির্বাচিত হলে জনসাধারণের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা প্রদান করা হবে।