গাজীপুর মহানগরীর বড় বাড়ি এবং টঙ্গী আউচপাড়া এলাকায় হঠাৎ করে গজিয়ে ওঠা একুশে লিমিটেড নামে একটি কোম্পানি ৬ হাজার সদস্যের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে মর্মে অভিযোগ উঠেছে। কোম্পানিটি প্রথমে বড়বাড়ি এলাকায় কালাম সরকারের বাড়ি ভাড়া নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে টঙ্গী আউচপাড়া এলাকায় অফিস স্থানান্তরিত করে সেখানে তাদের কার্যক্রম শুরু করে। কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তারা প্রায় ৬ হাজার কর্মীকে প্রথমে চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ ৫ হাজার থেকে শুরু করে ৪/৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। প্রথমে কিছু সদস্যদের বেতন পরিশোধ করলেও হঠাৎ করেই তারা টাকা দিতে তালবাহানা করে এবং অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যায়। এর প্রতিবাদে হাজার হাজার মহিলা সদস্য কোম্পানির বিরুদ্ধে গত কয়দিন যাবত টঙ্গী পশ্চিম থানা গাছা থানা সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এর বিচার দাবি করে আসছে এবং তারা তাদের পাওনা টাকা অবিলম্বে ফেরতসহ প্রতারণাকারী কোম্পানিটির কর্মকর্তাদের বিচার দাবি করেন। এদিকে কোম্পানির কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।