হালদা নদীতে অবাধে ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম জনস্বার্থে আজ সোমবার অনলাইনে এ রিট আবেদন দাখিল করেন।
বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চের অনুমতি নিয়ে এই রিট আবেদন দাখিল করা হয়। এই আবেদনের ওপর কখন শুনানি হবে তা নির্ধারণ করবেন আদালত।
রিট আবেদনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (চট্টগ্রাম বিভাগ) এবং চট্টগ্রামের রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তাকে(ইউএনও) বিবাদি করা হয়েছে।
হালদা নদীতে একের পর এক ডলফিন হত্যার ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদ যুক্ত করে এই রিট আবেদন দাখিল করা হয়।
ডলফিন হত্যার বিষয়ে রবিবার একটি ইংরেজী জাতীয় দৈনিকের অনলাইনে (বাংলা ভার্শন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউএনডিপির সহায়তায় ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হালদা নদীতে ডলফিন বিষয়ে জরিপ পরিচালনা করা হয় । ওই জরিপের তথ্য অনুযায়ী, হালদা নদীতে পঁয়তাল্লিশটি ডলফিন রয়েছে। ওই জরিপে আরো বলা হয়, এরইমধ্যে হত্যা করা হয়েছে ২৪টি ডলফিন।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, এভাবে ডলফিন হত্যা হলে ২০২২ সালের মধ্যে হালদা নদী ডলফিন শূন্য হয়ে পড়বে। বিলুপ্ত হয়ে যাবে বিপন্ন প্রজাতির এই ডলফিন।
এইসব প্রতিবেদনের তথ্য উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, বিবাদীরা বিপন্ন প্রজাতির এই ডলফিন রক্ষায় ব্যর্থ হয়েছে। সুতরাং এই ডলফিন রক্ষায় আদালতের নির্দেশনা প্রয়োজন।