নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়া উপজেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টি ও অতিরিক্ত জোয়ারের পানিতে ডুবে গেছে ১১টি ইউনিয়নের প্রতিটি গ্রাম। এর আগে পূর্ণিমার জোয়ারের পানি বেড়িবাঁধ ভেঙে প্রবেশ করলে জমে থাকা পানি গুলো সরে না যাওয়ার কারণে গ্রামে দেখা দিয়েছে নানা ধরনের পানিবাহিত রোগ। এছাড়াও বসত বাড়ি বা,ঘরের ভিতর পানি ডুকে জমে যাওয়ার কারণে গৃহকর্মীরা রান্নাবান্না করতে হিমশিম খাচ্ছে এমন কি না খেয়ে ও কেউ দিন কাটাচ্ছে। যদি রাস্তা গুলো নতুন করে আবার মেরামত করা হতো তাহলে গত কয়েক দিনের বৃষ্টি ও জোয়ারের পানি বেড়িবাঁধের উপর দিয়ে প্লাবিত হতো না। জনগণ নিশ্চিতে থাকতে পারতো। এক দিকে অতিরিক্ত জোরের পানি অন্য দিকে অতি বৃষ্টি সব কিছু মিলে হাতিয়ার মানুষ এখন খুবই কষ্টে দিন কাটাচ্ছে। এ অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে বিজা কাপড়ে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখে আসেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সারোয়ার সালাম।পরে তিনি বলেন যে সকল ইউনিয়নে ঘরবাড়ি,কৃষি জমির ফসল,মৎস্য খামার গুলো ডুবে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের নামের তালিকা করা হবে।তিনি আরও বলেন, হাতিয়ায় প্রথম কাজ হলো আগে যে যখন বেড়িবাঁধ ভেঙে গেছে ঐ সকল বেড়িবাঁধ গুলো অতি দ্রুত মেরামত করা উচিৎ অন্যথায় জোয়ারের পানি ডুকে জমে থাকবে মানুষের নানা রোগ সৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। এখনো অনেক জায়গায় টিউবওয়েল গুলো পানির নিচে ডুবে রয়েছে।