হাটহাজারী চট্টগ্রাম :
হাটহাজারী গার্সল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী তুহিনের ধর্ষণ ও খুনের প্রধান আসামি মুন্নার জামিন বাতিল করে আবার কারাগারে প্রেরণ করেছে আদলত।
তুহিনের এক নিকটাত্বীয় বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে বিসয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি মুন্না জামিনে বেরিয়ে এলে তুহিনের সহপাঠীদের মাঝে ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। গত ৬ তারিখে হাটহাজারী সদরে মানববন্ধনও করতে চেয়েছিল শির্ক্ষাথী ও শুভাকাঙ্খি এবং সচেতনমহল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তা স্থগিত হলেও তার জামিনে চাপা ক্ষোভ বিরাজ করছিলো সচেতন মহলের কাছে।