নিজস্ব প্রতিবেদক এস এম শিমুল রানা।
নিজেকে হতদরীদ্র অার ক্ষুধার্থ জানিয়ে বাচার জন্য খাবার চেয়ে পুলিশের নিকট অাকুতি জানালে তাতে সাড়া দিলেন অফিসার ইনচার্জ মাগুরা সদর থানা, জনাব জয়নাল অাবেদীন । ১৫/০৪/২০২০ খ্রিঃ তারিখ সন্ধ্যায় অজানা ঐ মহীলার পরিবারের জন্য তিনি চাল,ডাল, পেয়াজ ও তেল সহ খাদ্যসামগ্রী সংগে বহণ করে নিয়ে টিমসহ ছুটে যান থানার দূরবর্তী ইউনিয়ন মঘির প্রত্যন্ত একটি গ্রামে। খাবার তুলে দেন গরীব পরিবারটিতে।
হতদরীদ্র ঐ মহীলা অার তার পা হীন প্রতিবন্ধী স্বামী পুলিশের নিকট থেকে খাবার পেয়ে অাবেগঅাপ্লুত হয়ে পড়েন। রাতের অাধারে রাখা পুলিশের এমন অবদান হয়ত সে কখনো ভুলতে পারবে না… মাগুরা সদর থানা ফেসবুক আইডিতে পোস্ট