ইতিমধ্যেই 5G-র দামামা বেজে গিয়েছে ভারতে৷ স্মা’র্টফোনের বাজারেও 5G স্মা’র্টফোন আনতে ব্যস্ত মোবাইল সংস্থাগু’লি৷ স্যামসাং নিয়ে আসছে Galaxy A42 5G স্মা’র্টফোন৷ এখনও পর্যন্ত বাজারে আসা সবচেয়ে সস্তার 5G ফোন বলে জানিয়েছে সংস্থা৷ স্যামসাং-এর Galaxy A-series এর এই ফোনটিতে থাকছে ৪টি রিয়ার ক্যামেরা৷ ৬.৬ ইঞ্চি OLED স্ক্রিন৷
ইতিমধ্যেই 5G-র দামামা বেজে গিয়েছে ভারতে৷ স্মা’র্টফোনের বাজারেও 5G স্মা’র্টফোন আনতে ব্যস্ত মোবাইল সংস্থাগু’লি৷ স্যামসাং নিয়ে আসছে Galaxy A42 5G স্মা’র্টফোন৷ এখনও পর্যন্ত বাজারে আসা সবচেয়ে সস্তার 5G ফোন বলে জানিয়েছে সংস্থা৷ স্যামসাং-এর Galaxy A-series এর এই ফোনটিতে থাকছে ৪টি রিয়ার ক্যামেরা৷ ৬.৬ ইঞ্চি OLED স্ক্রিন৷ আপাতত শুধু কালো রঙের মডেলই বাজারে আসছে৷ স্যামসাং-এর ‘Life Unstoppable’ ভার্চুয়াল ইভেন্টে ফোনটি ঘোষণা করা হয়েছে৷
সংস্থা জানিয়েছে, Galaxy A42 5G ফোনটি চলতি বছরের শেষের দিকে বাজারে চলে আসবে৷ ফোনটিতে থাকছে আন্ডার-স্ক্রিন ফি’ঙ্গার প্রিন্ট সেন্সর৷ সংস্থা জানিয়েছে, Galaxy A42 5G ফোন ৫জি নেটওয়ার্ক সা’পোর্টের সবচেয়ে সস্তার ফোন স্যামসাং-এর৷ দাম রাখা হয়েছে ৪৯৯.৯৯ মা’র্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৩৬ হাজার টাকার কাছাকাছি)৷
ফোনটিতে থাকছে ৫০০০mAh ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ব্যাটারি৷ যদিও ফোনটির সব ফিচার এখনও অফিসিয়ালি প্রকাশ করেনি সংস্থা৷ সূত্রের খবর, এই ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে৷