সৌদি আরবে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকা প্রয়োগ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।এদিকে, সৌদি আরবের আল-আখবারিয়া টিভিতে সম্প্রচারিত এক ভিডিও থেকে দেখা যাচ্ছে, রাজধানী রিয়াদেরলে একজন নারী ও পুরুষ করোনা টিকা শরীরে নিচ্ছেন।এর আগে, বুধবার (১৬ ডিসেম্বর) ফাইজার-বায়োএন কের করোনা টিকার চালান সৌদি আরবে এসে পৌঁছায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম সৌদি আরবই করোনা টিকাদান কার্যক্রম শুরু করলো।