চাটমোহর (পাবনা) প্রতিনিধি
বর্ষীয়ান রাজনীতিবিদ (আটঘরিয়া ও ঈশ্বরদীর)এমপি ঈশ্বরদীর কৃতি সন্তান ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা,সাবেক সফল ভূমি মন্ত্রী, পাবনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি পাবনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শামসুর রহমান শরীফ (ডিলু)এমপি আজ (২রা এপ্রিল) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ ঘটিকায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮২) বছর।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বেশকিছুদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনি ক্যান্সার, কিডনী সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
শামসুর রহমান শরীফ স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তিনি পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পরপর পাঁচবারেরর নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
শামসুর রহমান শরীফের গ্রামের বাড়ি ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা গ্রামে। তিনি বসবাস করতেন ঈশ্বরদী পৌর শহরের আলীবর্দি সড়কের বাসভবনে। তার জানাযা নামাজের সময় এখনও নির্ধারিত হয়নি।