স্টাফ রিপোর্টার:
দৈনিক প্রবাসী কন্ঠ পত্রিকার রিপোর্টার নুর ইসলাম নাহিদের পিতা মরহুম মোঃ আব্দুল মতিনের ২য় মৃত্যুবার্ষিকী আজ (১৬ ডিসেম্বর বুধবার ) । তিনি গত ২০১৮ সালের আজকের এই দিনের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন রাত সাড়ে ৮ টার দিকে নারায়ণগঞ্জের জালকুড়ির নিজ বাসায় ইন্তেকাল করেন। পরে জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী তার গ্রামের বাড়ি কুমিল্লার জেলার হোমনা থানার মনিপুরের নিজ গ্রামে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন । তার জীবনের বেশির ভাগ সময় তিনি বিভিন্ন ব্যবসা করেই পার করেছেন । মরহুম মোঃ আব্দুল মতিনের ২য় মৃত্যুবার্ষিকীতে আগামী ১৬ ডিসেম্বর বাদে জোহর নারায়ণগঞ্জের জালকুড়িতে তার ছেলে নাহিদ দোয়া ও মিলাদ এর আয়োজন করেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে সাংবাদিক নুর ইসলাম নাহিদ সকলকে দোয়ায় অংশ নিতে অনুরোধ জানিয়ছেন। সাংবাদিক নুর ইসলাম নাহিদ বলেন বাবা মৃত্যুর আগে একটি রোগে অনেকদিন যাবত ভোগছিলেন অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েছি কিন্তু ভালো কোনো ফলাফল পাইনি । মাঝে মাঝে অনেক সুস্থ থাকতো আবার হঠাৎ করে ভোগান্তি শুরু হতো এইভাবে অনেকদিন পার হয়েছে ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে । ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দুপুরে হঠাৎ অতিরিত্ত বুকে ব্যাথা উঠলে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই সেদিন সরকারী ছুটির দিন থাকায় হাসপাতালে ডাক্তার ছিলো না পরে আবার বাসায় চলে আসি পরের দিন নেওয়ার কথা ছিল , কিন্তু সন্ধার পর হঠাৎ করে বেশি ব্যাথা শুরু হলে কথাবার্তা বলা বন্ধ হয়ে যায় এইভাবে ২-৩ ঘন্টা পর রাত সাড়ে ৮ টার দিকে দুনিয়া ছেড়ে চলে যান । এদিকে সাংবাদিক নুর ইসলাম নাহিদের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ আরো কিছু সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ।