জামালপুরের সরিষাবাড়ীতে ভূমিহীন আদিবাসী নারী-পুরুষরা খাস জমির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে। আজ রবিবার দুপুরে উপজেলা আদিবাসী বহুমূখী কল্যাণ সমিতির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করে আদিবাসীরা। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে জমায়েত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আদিবাসী বহুমূখী কল্যাণ সমিতির সভাপতি সুবল রায় ও সাধারণ সম্পাদক আনন্দ রায়। তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে রেল লাইনের ধারে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে মানবেতর জীবনযাপন করে আসছি আমরা। স্থানীয়ভাবে বসবাসের একটু জমির জন্য বছরের পর বছর ধরে এ দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হয়নি। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদের কাছে তার কার্যালয়ে স্বারকলিপি প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ কালের কণ্ঠকে জানান, আদিবাসী বহুমূখী কল্যাণ সমিতির ব্যানারে খাস জমির দাবিতে একটি স্বারকলিপি প্রদান করা হয়েছে। বিষয়টি ওপরের মহলকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।