সনি বাজারে এনেছে তারবিহীন এয়ারফোন ডাব্লিউএফ-এক্সবি৭০০। এটি পরলে কানের সঙ্গে সেঁটে থাকবে, পরতে যেমন আরাম তেমনি আওয়াজও আসবে সুন্দর। একবার চার্জ দিলে ৯ ঘণ্টা কাজ করবে। এয়ারফোনের বাক্সে রয়েছে আরো ৯ ঘণ্টা চার্জের ব্যবস্থা। ফলে মোট ১৮ ঘণ্টা দীর্ঘস্থায়ী হবে এর ব্যাটারি। দাম ধরা হয়েছে মাত্র ১৩০ ডলার।
সূত্র : জিএসএমএ এরিনা