মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাখাইছড়া চা বাগান থেকে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম স্বাক্ষর দেব (১৭)। সে ইসবপুর গ্রামের শিক্ষক কল্যাণ দেবের ছেলে। স্বাক্ষর শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ জানায়, আজ ভোরে ওই বাগানের সহকারি ব্যবস্থাপক বাগানে একটি ছেলের লাশ পড়ে থাকার খবর দেন। পরে পুলিশ ও পরিবার সদস্যরা বাগানে গিয়ে লাশ শনাক্ত করে। বাগানে ১ নং লাইনের রাস্তার পাশে লাশ পরে থাকতে দেখে। লাশের পাশে ছিল তার ব্যবহ্নত মোটরসাইকেল। সাইকেলে ঝুলানো ছিল নাস্তার ব্যাগ। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।
পুলিশের প্রাথমিক তদন্তে দেখা যায়, স্বাক্ষরের মোবাইলে গত শনিবার বিকেলে চম্পা নামে একটি মেয়ের মোবাইল থেকে দুটি ম্যাসেজ আসে। এর একটি মেসেজে লেখা ছিল, স্বাক্ষর ওটা ইদুর মারার বিষ। স্বাক্ষরের নিকট আত্মীয় শিক্ষক অঞ্জন দেব জানান, গত শনিবার বিকেলে এক বন্ধুর ফোন পেয়ে স্বাক্ষর সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। রাতে বাড়ী না ফিরলে তারা থানায় জিডি করেন। তারা খোঁজ নিয়ে জানতে পারেন বিকেলে স্বাক্ষর সাতটি মোটারসাইকেল নিয়ে ফুলছড়া চা বাগানের চেক পোস্ট ক্রস করে।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন, লাশের সাথে বিভিন্ন নেশাজাতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি মোবাইল ম্যাসেজ পাওয়া গেছে। আমরা সবগুলো বিষয় নিয়েই কাজ করছি। তদন্তের পর প্রকৃত ঘটনা যানা যাবে।