গাজীপুরের শ্রীপুরে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীপুর রেলস্টেশন সংলগ্ন কমিউনিটি পুলিশের কার্যালয়ে বেলা ১১টা থেকে টানা চার ঘন্টা এ কর্মসুচী পালিত হয়। শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ারের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মুক্তিযুদ্ধের সংগঠক ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী।
শ্রীপুর পৌর কমিউিনিটি পুলিশের সভাপতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপুু, ইউনিয়ন ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ।