গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক মাওনা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শরীফুল ইসলাম শরীফ সরকারের উদ্যোগে নিজ এলাকা মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রত্যেকটা বাসা বাড়িতে জনসচেতনতার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক, জীবাণু নাশক সাবান, জ্বর ও ব্যাথানাশক ট্যাবলেট বিতরণ করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো বিতরণ করা হয়।
প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশ যখন লক ডাউনে। এমন দুর্যোগের সময় শরিফ সরকারের সামাজিক উদ্যোগ দেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গুলো আনন্দে আত্মহারা। শরীফ সরকারের সাথে একান্তে কথা বলে জানা যায়, দ্বিতীয় দিনের মতো উনার কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী দিন হতদরিদ্র দিনমজুরের বাড়িতে হাজির হয়ে খাদ্য সামগ্রী উপহার দিবেন। নিজের অর্থায়নে এ সকল সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে তিনি ব্যাপক খুশি।
এ প্রসঙ্গে শরীফ সরকার বলেন, “বর্তমান সংকটময় মূহূর্তে এলাকার মানুষের কাছে আমার সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তাই আমার নিজ উদ্যোগে এই কর্মসূচি হাতে নিয়েছি। আমি সবাইকে সচেতন করার চেষ্টা করছি। আমি আমার সামাজিক সেবায় নিজেকে উৎসর্গ করে নিয়োজিত রাখতে চাই। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সচেতনতা ও সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।