নিজস্ব প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনকে আমার পক্ষ থেকে সালাম,’আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ’ প্রিয় এলাকাবাসী আপনারা সকলেই জানেন মরন ব্যেধী করোনা ভাইরাস এর জন্য আজ পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে।
বন্ধ হয়ে গিয়েছে সকলের রোজি রোজগার,সকলের মত? আমার প্রিয় এলাকা বাসী ও অনেক কষ্টে আছে। আমার মতে সবচেয়ে বেশি কষ্টে আছে আমার এলাকার নিম্ন-মধ্যবিত্তরা। কারন তারা সম্মান ও চোখ লজ্জার ভয়ে কারো কাছে কিছু চায়না। সম্মানিত নিম্ন-মধ্যবিত্ত ভাই ও বোনেরা, আমি আমার সাধ্যমতে আপনাদের পাশে আছি।
যে কোন প্রয়োজনে ফোন করুন, অবশ্যই আপনাদের পরিচয় গোপন রাখা হবে। আমি নিজে আপনাদের দরজায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হব ।
“ইনশাআল্লাহ”
মীর ওসমান গনি (কাজল)
ফোন : ০১৭১১৪৪১০৩২/০১৬১১৪৪১০৩২