বাহুবলের সর্ববৃহত অরাজনৈতিক ছাত্র সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল(ইউসেব) কর্তৃক আয়োজিত এসএসসি, এইচএসসি-তে এ+ প্রাপ্ত, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষির্থী ও ৪১তম বিসিএস-এ মেডিকেল ক্যাডারে যোগদানকরা ইউসেবের সাবেক সভাপতি ডা: অালমগীর হোসাইন ও সাবেক সহ-সভাপতি ডা: মিজানুর রহমান শাহিন-কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ৩০ জুন বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ইউসেব সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় গোপের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী মোহতাসিম বিল্লাহ-র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, আলিফ সোবহান সরকারি কলেজের প্রভাষক আইয়ূব আলী বক্তব্য রাখেন সানশাইন হাইস্কুলের পরিচালক এম.সামসুদ্দীন, পুটিজুরি শরৎচন্দ্র হাইস্কুলের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু, ইউসেবের স্থায়ী কমিটির আহবায়ক কনক দেব মিঠু, ডা: মিজানুর রহমান শাহিন, ডা: আলমগীর হোসাইন, ডা: আব্দুর রব শোভন, নজীর হোসেন হাসু, অভিভাবক প্রতিনিধি আনোয়ার হোসাইন, ইউসেবের সাবেক সভাপতি পরাগ আচার্য্য, ইউসেব সাধারন সম্পাদক রায়হানুল রবিন ছাড়াও সংবর্ধিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ইউসেবের কার্যক্রম নিয়ে স্লাইড উপস্থাপন করেন শেখ জন্নাতুল নাঈম ও হাসনাত জাহান তহবিলদার। সংবর্ধনায় এসএসসি, এইচএসসিতে এ+ প্রাপ্তদের সংবর্ধনা স্মারক, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ প্রদানকরা হয়। এছাড়ায় বিসিএস উত্তীর্ণ ২জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের স্থায়ী কমিটির আহবায়ক কনক দেব মিঠুর সভাপতিত্বে ১ বছর মেয়াদি (২০২৩/২০২৪) নতুন কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ-কে সভাপতি এবং বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর মেধাবী শিক্ষার্থী শেখ জান্নাতুল নাঈম-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।