এনামুল হক, মুক্তাগাছা প্রতিনিধি:
ত্রাণ প্রদানে চাদা আদায়ের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়ন পরিষদের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাজমিন আক্তার লাভলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।স্থানীয় সরকার বিভাগ থেকে ৩০ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মুক্তাগাছা উপজেলার ৬নং মানকোন ইউরনয়ন পরিষদের ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাজমিন আক্তার লাভলী সরকারি ত্রাণ প্রদান করা হবে বলে সাধারন মানুষের কাছ থেকে চাদা আদায়ের অভিযোগে অভিযুক্ত। ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।
উল্লিখিত সংরক্ষিত মহিলা সদস্য এই অপরাধমূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে ওই পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।