এনামুল হক, মুক্তাগাছা প্রতিনিধি:
মুক্তাগাছা সাউথ এরিয়া প্রোগ্রাম ও মুক্তাগাছা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর করোনাভাইরাস দূর্গতদের মাঝে স্বাস্থ্যসূরক্ষার কিট ও পিপিই বিতরণ করেছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এরিয়া প্রোগ্রাম ও মুক্তাগাছা এরিয়া প্রোগ্রাম এর আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৩৩ টি পরিবার রয়েছে। এর মধ্যে মঙ্গলবার বিতরণের প্রথম দিনে কুমারগাতা, বাশাটি ও দুল্লা ইউনিয়নের মোট ৯৯ পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি কিট বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারে ৫০টি মাস্ক, ১০ টি সাবান, ১কেজি বিচিং, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৪ প্যাকেট স্যানিটারী প্যাড ও ১টি করে মগ বিতরণ করা হয়। পরবর্তীতে বাকী ৩৩৪ পরিবারকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জান্নাতুল ফেরদৌস এর নিকট চিকিতসকদের জন্য ২৮টি পি.পি.ই. হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে মুক্তাগাছা এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার এর এপিসি ম্যানেজার প্রকাশ চাম্বুগং, মুক্তাগাছা এরিয়া প্রোগ্রাম এর এপি ম্যানেজার নম্রতা হাউই, স্ব-স্ব ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রোগ্রাম অফিসার বৃন্দ ও টেকনিক্যাল স্পেশালিস্ট উপস্থিত ছিলেন।
এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্ম এলাকার চূড়ান্তভাবে নির্বাচিত পরিবার গুলোকে ৪৫০ টি পরিবারকে ১ টি করে টেপকল ও ঢাকনা সহ বালতি প্রদান করা হবে এবং ৬২৮ টি পরিবারকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ করোনার ত্রাণ হিসেবে মোবাইল মানি ট্রান্সফারের (বিকাশ) মাধ্যমে প্রদান করার বিষয়টি অনুষ্ঠানে জানানো হয়।
রিপোর্টার এনামুল হক