সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ
মির্জাপুর আজগানা উইনিয়ন বেলতৈল ভাই ভাই জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষে আহত তিনজন।একি পরিবারের সংঘর্ষ কারীরা হলেন মির্জাপুর আজগানা ইউনিয়ন বেলতৈল গ্রামের মৃত জিন্নত আলীর বড় ছেলে মোকাদ্দস হোসেন(৬০),মোকাদ্দস হোসেন এর বড় ছেলে পারভেজ (৩২) ছোট ছেলে পাবেল( ২৫) ও জিন্নত আলীর মেঝু ছেলে মোক্তার হোসেন এর স্ত্রী নুরুন্নাহার, ছেলে দুর্জয় (১৮) মারামারি সাথে সম্পৃক্ত ছিল
ইদ্রিস হোসেন আমাদের কে বলেন আমারা ভাই ভাই দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে কোন দিন আপস মিমাংসা হয়নি। ইদ্রিস হোসেন বলেন হঠাৎ করে ৯ তারিখ শনিবার আনুমানিক বিকেল ৩ ঘটিকার সময় আমার বড় ভাই মুকাদ্দাস এর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটা কাটির এক সময় অতর্কিতভাবে আমার উপর ঝাপিয়ে পড়ে। এ সময় আমার বড় ভাই মোকাদ্দেস হোসেন হঠাৎ করে বুকের উপর উঠে বসে তার দুই ছেলে পারভেজ (৩২)পাবেল (২৫) আমার মাথায় আগাত করে হাতে পায়ে এলোপাথাড়ি আঘাত করে আমার হাত ও পা বেংগে দেয়। আমার স্ত্রী আলিয়া বেগম, ছোট ছেলে আশরাফ,মেয়ে ইসিতা এগিয়ে আসলে নুরুন্নাহার আলিয়া বেগম কে মারধর করে আর দুর্জয় আমার মেয়ের ওন্না কেরে নেয়।
ইসিতা বলেন আমার বাবা কে মারতে দেখে এগিয়ে গেলে আমার চাচতো ভাই দুর্জয় আমার ওন্না কেরে নেয়।প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচারের দাবি করছি।
পরিশেষে ইদ্রিস হোসেন বলেন বিগত কয়েক বার আমাদের কে মারধুর করেছে তার কোন বিচার পায়নি। শনিবার দিন আমাদেরকে পূর্ব পরিকল্পিত ভাবে আমার পরিবারের উপর হামলা করে।আমার মেঝু ভাই মোক্তার ঢাকা থাকে,মোক্তার ঢাকা থেকে কল করে করে তার ছেলে দুর্জয় ও স্ত্রী নুরুন্নাহার কে মারা মারি করার জন্য আগে থেকে বলা আছে। মোকাদ্দস হোসেন এর সাথে যোগাযোগ করার চেস্টা করেছি কিন্তুু যোগাযোগ করতে পারি নাই।
আশরাফ হোসেন বলেন আমাদের উপর হামলায় এলাকাবাসীর ও প্রসাশনের কাছে বিচার চায় ও শুদৃষ্টি কামনা করছি এবং মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করছি।
মির্জাপুর থানার এস আই আফতার হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের কে বলেন আশরাফ হোসেন একটি অভিযোগ করেন পরে আবার মোকাদ্দস আর একটি অভিযোগ করেন । সুষ্ঠু তদন্ত করে অভিযোগটি এন্ট্রি করা হবে।