সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃমির্জাপুর উপজেলার মহিলাদের ফুটবল খেলায় উদ্বুদ্ধকরনের লক্ষ্যে এই প্রথম মতো “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে মির্জাপুর উপজেলায় অনুষ্ঠিত হলো মির্জাপুর আবাহনী (মহিলা) দল ও মির্জাপুর মোহামেডান (মহিলা) দল প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচে মির্জাপুর মোহামেডান (মহিলা) দল ৬-৩ গোলের ব্যবধানে মির্জাপুর আবাহনী (মহিলা) দল কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। আজ শনিবার ( ৮ অক্টোবর) মির্জাপুর উপজেলা সদরের ক্রিয়া সংস্থা সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা টি অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় পৃস্টপোষক ছিলেন ভূমি মন্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদীয় সদস্য খান আহমেদ শুভ এমপি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৗরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীজা শামীমা আক্তার শিফা, মো. আজাহারুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্র লীগের সভাপতি মীর আসিফ অনিক ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন