নিজস্ব প্রতিবেদক ঃ এস এম শিমুল রানা
আজ রবিবার মিরপুর ১৩ নম্বর ডি তে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা ১০০ দুঃস্থ্য পরিবারের মধ্যে ২০০০০ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি সাংবাদিক এস এম শিমুল রানা, সেবায় গরিব অসহায় দরিদ্র পরিবারের সাহায্য করার লক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি এস এম শিমুল রানা ভাই। আমি বঙ্গবন্ধু আদর্শ সৈনিক আমি সাধারণ মানুষ একজন আমি কোনো কোটিপতি নয় আমি একটা কথায় বলো আমি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক ।
রবিবার সকাল ১০ টায় এ কর্মসূচি উদে¦াধন করেন মাগুরা জেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি। উদে¦াধ জনপ্রতিনিধির মাধ্যমে বাড়ি, বাড়ি গিয়ে ১০০, দুঃস্থ্য পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ডাল ১ কেজি,আলু ৫ কেজি, পিয়াজ ১কেজি, ও সাবান এক পিচ. পৌঁছে দেওয়া হয়।