মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্বশত্রুতার জের ধরে ১ গৃহবধূকে পিটিয়ে অাহত করেছে প্রতিপক্ষের লোকজন।
ঘটনাটি ঘটেছে, মান্দা উপজেলার গনেশপুর ইউ’পির গনেশপুর গ্রামে।
জানাগেছে, শনিবার সকাল ৮ টার দিকে বাড়ির পাশে গনেশপুর মৌজার হাল ৫১৫ নং খতিয়ানের ১৫৭৪ দাগে অালহাজ্ব মজিবর রহমানের ক্রয়কৃত ৭ শতক বিবাদমান জমির একটি কলা গাছের কলা নামানো এবং কলা গাছের পাতাকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মৃত নুর উদ্দিনের ছেলে বিরাজ, বিরাজের ছেলে ভূমিদস্যু বেলাল এবং হেলাল, বিরাজের স্ত্রী বেলি, মন্টুর ছেলে সুখী দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে শ্লীলতাহানিসহ মারপিট করে ১ গৃহবধূকে অাহত করেন।
অাহত গৃহবধূ রেজিয়া (৩০)হলেন, গনেশপুর (কারিগরপাড়া) গ্রামের ওই বিবাদমান জমির বায়নামূলে জমির হকদার
পিন্টুর স্ত্রী।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। বর্তমানে সে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারিরিক অবস্থা শঙ্কটাপন্ন। বাম কান দিয়ে রক্ত বের হচ্ছে। যে কোন সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে হবে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেও সে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। সে এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ পজানিয়ে সুষ্ঠ বিচার দাবি করেন।
এব্যাপারে মান্দা থানার (ওসি) তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেন নাই। তবে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় অাইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।