প্রতিনিধি এস এম শিমুল রানা।
মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের মোশাররফ নামে এক ব্যক্তির বাড়ীর আঙ্গীনায় টিউবওয়েলের পাশে ১২ ফিট নিচে লেপ, কম্বল, তোশক জড়ানো পুতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। দিবাগত রাত ১ টার দিকে লাশ উদ্ধার করা হয়।লাশের পরিচয় একই উপজেলার চৌগাছি গ্রামের উকিল বিশ্বাসের ছেলে পিকুল বিশ্বাস(৩৫)। প্রাথমিক তথ্যে জানা গেছে মহেশপুর গ্রামের মোশাররফের স্ত্রীর সাথে উক্ত পিকুল বিশ্বাসের পরকীয়ার ঘটনায় মোশাররফ পিকুলকে খুন করে পুতে রাখে।মোশারফ ও তার স্ত্রী রাজিয়া পুলিশের হাতে বর্তমানে আটক রয়েছে।তারা স্বীকার করে গত মাসের ৩ তারিখে পিকুলকে কৌশলে বাড়িতে ডেকে খাবারের মধ্যে ঔষধ মিশিয়ে তাকে অজ্ঞান করে গভীর রাতে ধারালো দা দিয়ে জবাই করে। পরে লেপ,কম্বল,তোশক দিয়ে তাকে পেচিয়ে বাড়ির আঙিনায় টিউবওয়েল এর কাছে পুতে ফেলে। মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান রাতেই ঘটনাস্থলে যান এবং ঘটনার সঠিক তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।