নিজস্ব প্রতিবেদক এস এম শিমুল রানা।
করোনা দূর্যোগে বাড়তে থাকায় নাগরা,পাল্লা,কালিতলা সহ দীঘা ইউনিয়নের কয়েকটি বাজার লকডাউন
করোনা ভাইরাস (কভিট-১৯) দূর্যোগ বাড়তে থাকায় নাগরা,কালিতলা,পাল্লা, সহ দীঘা ইউনিয়নের আশেপাশের (শিরগ্রাম,কাশিপুর,সোনাপুর) ছোট বড় কয়েকটি বাজার এবং বিভিন্ন এলাকায় আসা যাওয়ার রাস্তা লকডাউন করে দিয়েছে মহম্মদপুর উপজেলা প্রশাসন।।
গত মাসের ২৫ তারিখ থেকে সারা দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সাধারন ছুটুর ঘোষণা দিয়েছে সরকার
ছুটির ৩ সপ্তাহ পার হওয়ার পরেও দেশের পরিস্থিতি সাভাবিক না হওয়ায় সারা দেশে লকডাউনের মেয়াদ বাড়িয়ে কঠোর ব্যাবস্তা গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং সাধারন মানুষকে সব সময় ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।