নিজস্ব প্রতিবেদক এস এম শিমুল রানা :
মাগুরা জেলায় এখন পর্যন্ত করোনায় কেউ আক্রান্ত হয়নি। এটি খূবই ভাল একটি সংবাদ । আজ মাগুরা সিভিল সার্জন কার্যালয় থেকে এরকম হালনাগাদ তথ্য দেয়া হয়েছে। অর্থ্যৎ মাগুরাতে করোনা সন্দেহে যে ৩৪ জনের নমুনা ঢাকা পাঠানো হয়েছে তার ১৩ টির ফলাফল এসেছে। সবাই নেগেটিভ মানে কেউ করোনায় আক্রান্ত নন। কিন্তু মাগুরার আশেপাশের জেলাগুলোর কি খবর?
মাগুরা জেলা সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছে করোনা সংক্রমণের হার। একটি জেলাতে করোনা রোগী মারা গেছেন গতকাল। সনাক্ত হয়েছেন বেশ কজন। এসব জেলার মধ্যে সবথেকে ঝুকিপূর্ন জেলা এখন রাজবাড়ী জেলা। যে জেলাতে করোনায় একজন মারা গেছেন এবং ৫ জন করোনা রোগী সনাক্ত হয়ে আছেন। যশোরে,ঝিনাইদহ,নড়াইল জেলা নিয়ে প্রতিবেদন। নড়াইল জেলা বাদে আর এসব এলাকায় করোনা আকান্ত রোগী পাওয়া যাচ্ছে মানে মাগুরা মাঝখানের জেলা হিসাবে খূবই ঝুঁকিপূর্ন অবস্থানে রয়েছে। রাজবাড়ীর সাথে মাগুরার সকল পথ লকডাউন করার ঘোষনা দিয়েছেন মাগুরার জেলা প্রশাসক অঅশরাফুল আলম।
মাগুরার অনেকে চায় সংক্রমণ প্রতিবেশী জেলাগুলোর থেকেও মাগুরাকে লকডাউন করে রাখা হোক। এতে সংক্রমণের হার কমতে পারে বলে তারা মনে করেন। দেখা যাক মাগুরার চারপাশের জেলাগুলোতে করোনা সংক্রমনের তথ্য কি বলে? প্রতিটি জেলার খবর লিংক দেয়া আছে। যাচাই করে নিতে পারবেন।
যশোর
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন স্বাস্থ্য সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৩ বছর বয়সী ওই স্বাস্থ্য সহকারী ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে গিয়ে শিশুদের টিকাদান (আইপিই) কাজে নিয়োজিত ছিলেন- প্রথম আলো
রাজবাড়ী
রবিবার রাজবাড়ীতে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে সীতানাথ দাস (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । সেখানে মোট করোনা পজেটিভ ৫ জন। বাংলা নিউজ
ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে নাসিমা বেগম (৭৫) নামে আরও এক নারী মারা গেছেন। করোনা সন্দেহে ওই নারীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সেই সাথে বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন । ঝিনাইদহ সিভিল র্সাজন ডা. সেলিনা বেগম জানান, শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় ওই নারী গত ৩ দিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে না এনে তারা বাড়িতেই চিকিৎসা দিচ্ছিলেন। শনিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে ওই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোওে তার মৃত্যু হয়। করোনা সন্দেহে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরিক্ষা করার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে তার বাড়িটি লকডাউন করা হয়েছে। দেশরুপান্ত
নড়……….
আইইডিসিআরের তথ্য মতে জেলাওয়ারি আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ৩৩৫, নারায়ণগঞ্জ ১০৭, গাজীপুর ২৩, মাদারীপুর ১৯, মুন্সিগঞ্জ ১৪, চট্টগ্রাম ১২, কিশোরগঞ্জ ১০, কুমিল্লা ৯, রাজবাড়ী ৬, গাইবান্ধা ৬, রাজবাড়ী ৬, ব্রাহ্মণবাড়িয়া ৬, জামালপুর ৬, চাঁদপুর ৬, মানিকগঞ্জ ৫, ময়মনসিংহ ৫, নরসিংদী ৪, নীলফামারী ৩, গোপালগঞ্জ ৩, বরগুনা ৩, ঝালকাঠী ৩, ঠাকুরগাঁও ৩, রংপুর ২, শেরপুর ২, টাঙ্গাইল ২, চুয়াডাঙ্গা ১, শরীয়তপুর ১, পটুয়াখালী ১, কক্সবাজার ১, মৌলভীবাজার ১, সিলেট ১, হবিগঞ্জ ১, নেত্রকোনা ১, লক্ষ্মীপুর ১ ও লালমনিরহাট ১।