মাগুরায় শতাধিক ভ্যান রিক্সা চালকদের মাঝে ফ্রি সবজি বিতরণ করেছে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ কুতুব উদ্দিন রানাইমরান মাগুরা প্রতিনিধি : বুধবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ সকল সবজি বিতরন করা হয়। করোনা ভাইরাসের প্রার্দুভাবে খেটে খাওয়া মানুষেরা নিরুপায় হয়ে পড়েছে। এ জন্য ব্যক্তি উদ্যোগে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ কুতুব উদ্দিন রানা। বিতরনের কাজে সার্বিক সহযোগিতা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আলম মানু, সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, সদর থানা ছাত্রদলের সাইফুল ইসলাম। এছাড়া সকালে শহরের নিজনান্দুয়ালী এলাকায় অসহায় পরিবারের মাঝে লাউ, ডাটা, উচ্ছে, টমেটো, বেগুন আলুসহ ১০ কেজির প্যাকেট সবজি বিতরন করা হয় যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।