মাগুরা প্রতিনিধি এস এম শিমুল রানা।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে নিত্যপণ্য সামগ্রী ও ঔষুধের দোকান বাদে অন্য সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নির্দেশনা অমান্য করে মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৬ দোকানদারকে ২১ হাজার ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুর হাসান সোহাগ এ দন্ডাদেশ দেন। এছাড়া দোকান বন্ধ রাখার জন্য স্থানীয় প্রশাসন বার বার মাইকেসহ বিভিন্ন ধরনের প্রচার প্রচারনা করেছে। এ সব নির্দেশনা অমান্য করায় বাবুখালী বাজারের তপন কুমার সিং ৫ হাজার, আফসার খান ১০ হাজার, মুকুল শিকদার ৫ হাজার, ছিওন মোল্লা ৫শ, বিপুল কুমার সাহা ৩শ, মো জাফরকে ৩শ টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ।