প্রতিনিধি এস এম শিমুল রানা
মাগুৱা জেলাৱ মহম্মদপুর উপজেলায় ২০ গ্রাম গাঁজাসহ ২ মাদক সেবী গ্রেফতাৱ । জানা যায় গ্রাম পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ সাগর মিয়া এবং সংগীও ফোর্স অভিযান পরিচালনা করেন ।
অভিযান পরিচালনাকালে২০ গ্রাম গাঁজাসহ ২ মাদক সেবীকে গ্রেফতার করেন।গ্রেফতাৱ কৃতরা হলেন ১.সাকিব বিশ্বাস (১৭) পিতা মো: নওশের বিশ্বাস ২.মো: ইসমাইল বিশ্বাস (১৮ )পিতা মো: আব্দুল কাইয়ুম বিশ্বাস।
উভয় সাং শ্রীনগর ময়েনদি বাজার বোয়ালমারী । পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মহম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে