ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক
বুধবার (৮ এপ্রিল) বিকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে মোট ১৫টি রিপোর্ট নেগেটিভ এলো।
এদিকে গত ২৪ ঘন্টায় বিভিন্ন উপজেলা থেকে নতুন করে আরো ১৭ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যারা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী জানান, গত ৮ দিনে সর্বোমোট ৮৭ টি নমুনা সংগ্রহ হয়েছে। যেগুলো রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেশনা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং পাবলিক হেলথ ইনস্টিটিউট (আইপিএইচ) পাঠানো হয়।
যারমধ্যে বুধবার পর্যন্ত ১৫ টি রিপোর্ট আমরা হাতে পেয়েছি, যার সবগুলো রিপোর্ট নেগেটিভ এসছে। বলা যায়, এখন পর্যন্ত জেলার করোনা পরিস্তিতি ভালো রয়েছে।
এদিকে জেলায় এখন পর্যন্ত ৫১১ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয় হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৫০ জন।
জেলায় করোনা সন্দেহে আইসোলেশনে রাখা ২ জনই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও মঙ্গলবার থেকে জেলার লালমোহন উপজেলায় করোনা সন্দেহে একটি বাড়ির ৯টি ঘর লকডাইন করেছে স্থানীয় প্রশাসন।