ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক
সোমবার (১৩ই এপ্রিল) বিকেলে জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে বিকেলে পুলিশ ও নৌবাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালায়।
এ সময়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে উদয়পুর রাস্তার মাথা এলাকার ঢেউটিন ব্যবসায়ী আলমগীরকে ২০ হাজার, কাপড় ব্যবসায়ী আলাউদ্দিনকে ১৫ হাজার ও পৌর হাওলাদার মার্কেটের কাপড় ব্যবসায়ী ইব্রাহীমকে ১৫ হাজার টাকা করে তিন জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।