ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক
অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভোলার দৌলতখাঁন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ সিদ্দিক মিয়া।
সোমবার বেলা ৩ টা ৩০ মিনিটে দৌলতখান প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন একটি পক্ষ সম্পূর্ন উদ্দ্যেশ্য প্রণোদিত ভাবে তার বিরুদ্বে অনলাইন টিভিতে অপপ্রচার চালাচ্ছে। গত ০২-০৪ উওরজয়নগর ইউনিয়নে জমিজমা নিয়ে কথা কাটা কাটির প্রেক্ষিতে মারা মারি হয়। দির্ঘ দিন ঐ জমি নিয়ে বিবাদমান দুটি পক্ষের মধ্যে মামলা চলে আসছে,যা মোহামান্য হাইকোটে বিচারাধীন। বহু বার শালিশি বৈঠক হয়েছে কিন্তু শুরাহা হয় নি।
ঐ তারিখে শালিশিতে আমি উপস্থিত ছিলাম না এবং মারা মারির বিষয় টি আমি জানিনা অথছ বলা হচ্ছে আমি শালিশিতে ছিলাম এবং আমার নির্দেশে মারধর করা হয়েছে। থানার অভিযোগ দাখিলের পর নাকি তদন্ত অফিসারকে আমি প্রভাবিত করেছি যা মিথ্যা। জয়নগর এলাকার ফারুক গং দের সাথে বিরোধ আকবর সর্দারদের এতে আমার কোন সংপিক্ততা নেই। কেনো ফারুক গংরা আমাকে জরিয়ে ফেইসবুক,ও অনলাইন টিভিতে অপপ্রচার করছে তা বুঝতে পারছিনা। আদালতে বিচারাধিন মামলা ব্যাপারে শালিশি করার কোন যুক্তি কতা নেই, এবং আমি করিও নি। আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই সকল অপপ্রচারের।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য জানান ঐ দিন শালিসিতে উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।তদন্ত কর্মকর্তা এস,আই জিন্নত আলী বলছেন ভইস- চেয়ারম্যান সাহেব কারো পক্ষ হয়ে আমার সাথে কোন কথা বলেন নি।