ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক
সারাদেশর ন্যায় ভোলার দৌলতখানেও চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে ঘরে থেকে কর্মহীন হয়ে পরেছে এখানকার অসহায় খেটে খাওয়া হতদরিদ্র, প্রতিবন্ধী মানুষ গুলো। আজ দৌলতখান পৌর ৪নং ওয়ার্ড মহিলা কলেজের সামনে থেকে কনফিডেন্স অব আইডিয়াল সোসাইটির মহাসচিব আঃ রব ৩ শতাধিক পরিবারের মাঝে নিজের হাতে এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় তিনি বলেন আরো বলেন, এখানকার খেটে- খাওয়া এই অসহায় মানুষগুলোর সাথে প্রতিনিয়ত আমি বা আমরা কোন না কোন ভাবে জড়িত হই এই মানুষগুলোই আমার স্বজন তাই এদের কথা চিন্তা করে এবং তাদের প্রতি মানবিক দায়িত্ববোধের অংশ হিসাবে আমি আমার প্রতিষ্ঠান কিছু করার উদ্ধেগ প্রকাশ করি এবং আল্লাহ তায়ালা আমাকে যা দিয়েছে তা থেকে তাদেরকে একটু সহযোগিতা করছি মাত্র।
তিনি আরও বলেন করোনা ভাইরাস একটি মানুষখেকো এক আতলঙ্কের নাম প্রানঘাতী করেনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। প্রচার বিমুখ মানবিক ব্যক্তি আবদুুর রব আজ কর্মহীন, হয়ে যাওয়া অসহায়খেটে খাওয়া ৩ শতাধিক পরিবারের জন্য ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২কেজি পিয়াজ, ১ লিটার সোয়াবিন তেল, ১ টি হাত ধোয়ার সাবান বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান শরিফসহ বিভিন্ন সাংবাদিকবৃৃৃন্দ ও দৌলতখান বিশিষ্ট ব্যবসায়ী সুমন সিং প্রমুখ।