আজিজুল হক,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল সাতটার দিকে সোনাহাট-কচাকাটা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম হাফিজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনা হাট ঈদগাহ ময়দান সংলগ্ন মহাসড়কে ভূরুঙ্গামারী অভিমুখে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভূরুঙ্গামারীগামী মোটরসাইকেলের আরোহী হাফিজুল (৩২) ঘটনাস্থলেই মারা যায়।
নিহত হাফিজুলের বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানাধীন দক্ষিণ বলদিয়া গ্রামে। তার বাবার নাম সফর উদ্দিন মন্ডল বলে জানা গেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।