কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শুক্রবার ১৫/০৫/২০২০ইং ভূরুঙ্গামারীতে অারও একজনের নমুনা টেস্টের ফলাফল কভিট-১৯ পজিটিভ পাওয়া গেছে। এই একজন সহ উপজেলায় মোট অাক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন। আক্রান্ত ব্যক্তির বাড়ি ভূঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে। তার বয়স ২২ বছর, তিনি ঢাকায় ইট ভাটায় কাজ করতেন। ১৩/০৫/২০২০ইং নতুন করে অারও ৩৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয় এবং ঐদিন একযোগে ১৮ জনের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। উক্ত অাক্রান্ত ব্যক্তি ঐ ১৮ জনের একজন। বাকী ১৭ জনের ফলাফল নেগেটিভ অাসে। তিনি এতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ ছিলেন। নমুনা টেস্টের রিপোর্ট অাসার সাথে সাথেই তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অাইসলোসন ওয়ার্ডে নেয়া হয়। উল্লেখ্য ভূরুঙ্গামারী সরকারী কলেজের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে বর্তমানে ৫৬ জন রয়েছে।
উল্ললেখ্য, এর অাগে ১৩/০৫/২০২০ইং তারিখে প্রাপ্ত নমুনার ফলাফলে ৩ জন অাক্রান্তের খবর পাওয়া গেছে। উক্ত ৩ জনই বর্তমানে হোম অাইসলোসনে অাছেন। অাক্রান্ত ৩ জনের মধ্যে ২জন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের খামারপত্র নবীসের বাসিন্দা এবং একজনের বাড়ি পাথরডুবি ইউনিয়নে। ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন বাড়ি তিনটিকে লকডাউন করে রেখেছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা সবাই ভালো অাছে। ভূরুঙ্গামারী উপজেলায় এপর্যন্ত মোট ১৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, কিন্তু ফলাফল পাওয়া গেছে ১০০ জনের।
এব্যাপারে, ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা এএসএম সায়েম জানান, আক্রান্ত ব্যক্তি ভালো আছেন, তার কোন উপসর্গ নাই। তাকে দেখে একেবারেই সুস্থ মনে হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কক্ষে রাখা হয়েছে। তার খাবার ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়েছে।