মোঃ রিয়াজ উদ্দীন ; চট্টগ্রাম প্রতিনিধি ঃ
আজ বিকেলে বরুমচড়ায় করোনা মহামারীতে বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী পরিবারকে ২য় দফায় ভূমিমন্ত্রী ও ছাত্র পরিষদের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্জ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি’র পক্ষে ইফতার সামগ্রী বিতরন করেন বশরুজ্জমান ছাত্র পরিষদ পরিবার।
ইফতার সামগ্রী বিতরনে উপস্হিত ছিলেন ছাত্র পরিষদ’র সমন্বয়ক, ব্যাংকার জনাব মাউসুফ উদ্দিন মাসুম, বিদ্যালয়ের উদ্যোক্তা সন্তান বীর মুক্তিযোদ্ধা সাহাব মিয়া মেম্বারের সন্তান মোহাম্মদ ফরিদ, আবুল হোসেন সওদাগর, ছাত্র পরিষদের অন্যতম সদস্য আব্দুল আলীম, মোহাম্মদ শওকত আলী, মোহাম্মদ ঈসমাইল, মোহাম্মদ আলী সওদাগর, শাহাদাত হোসেন চৌধুরী রোকন, মোহাম্মদ মঈন উদ্দিন, মোহাম্মদ ওয়াসেল, মোহাম্মদ দেলোয়ার, আরিফ খান জয়, মাসুম ফরহাদ লিটন, মোঃ আইয়ুব, মোঃ শাহ আলম আজাদ, খান মোঃ ইয়াছিন, সাইম ছিদ্দিকী, আরমান হোসেন, রূপেশ দাশ সৃজন, সাজ্জাদুল ইসলাম, ছাত্র পরিষদের কর্মী ফারুক ইসলাম, সুজন রাজ, জিয়াউল হাসান, মোহাম্মদ ইউনুস সহ প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরন শেষে সমন্বয়ক জনাব মাউসুফ উদ্দিন মাসুম বলেন আমাদের এই ধারাবাহিক চলমান পরিস্হিতিতে ধাপে ধাপে চলবে এবং এই মহতী উদ্যোগে সহায়তা করার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিশিষ্ট নারী সংগঠক, রাজধানীর খ্যাতনামা মহিলা সংগঠন গুলশান লেক সিটি’র প্রাক্তন সভাপতি, আনোয়ারার ওষখাইন গ্রামের কৃতি সন্তান জনাবা দিলুয়ারা কামালকে। তিনি আরো জানান ইতোপূর্বে এই মহিলা সমাজহিতৈষী তার নিজ গ্রামে পবিত্র রমজানের শুরুতে ভূমিমন্ত্রীর পক্ষে প্রায় পাঁচ শতাধিক পরিবার এবং ডুমুরিয়া গ্রামে প্রায় এক শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরন করেন।