নিজস্ব প্রতিনিধিঃ
সারাবিশ্বে এক আতঙ্কের নাম হলো নভেল করোনা / কভিড-১৯ । বিশ্ব নেতৃবৃন্দ এই মরণঘাতী ভাইরাসের বিরুদ্ধে আমরণ লড়াই করে যাচ্ছেন। যেন কোন কুল কিনারা পাচ্ছেন না তারা। ৮ মার্চ ২০২০ বাংলাদেশের প্রথম এ ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলে। তারই ধারাবাহিকতা হিসেবে বাংলাদেশে ও করোনার বিস্তার দেখা যাচ্ছে দিন দিন। নভেল করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশ লক ডাউন করার ফলে ঘর থেকে বের হচ্ছেনা কেউই। খেটে খাওয়া মানুষ পরেছে মহা বিপাকে ইতি মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। যখন মানুষের কোন বিপদ হয় বা যে কোন দুর্যোগ মুহূর্তে সাধারণ মানুষের পাশে থাকেন গণমাধ্যমকর্মীরা।
তারই অংশ হিসেবে “ভূবার্তা মিডিয়া লিমিটেড” পরিবার কুড়াতলী মোল্লাবাড়ি এলাকার গরীব অসহায় ২১ টি পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গত ৮ ই মে ২০২০ ইং বিকাল ৪ টার সময় “ভূবার্তা পরিবার” গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের ২১ টি পরিবারের মাঝে চাউল, ডাল, আলু, পেয়াজ, তেল ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, ভূবার্তা পরিবারের শিশির মোল্লা, রাজীব মোল্লা, সাদ্দাম হোসেন, শাকিল আল মামুন, রমজান আলী ও শাহিদ রানা এবং সার্বিক তত্তাবধানে ছিলেন “ভূবার্তা মিডিয়া লিমিটেড”।
আমরা সবাই যদি এগিয়ে আসি এবং যার যার সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে একটি লোকও না খেয়ে থাকবে না। আমরা কিছুটা হলেও নিজেকে সান্ত্বনা দিতে পারব যে অন্তত আমরা দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সৃষ্টির সন্তুষ্টি লাভ করাই হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি লাভ করা। সুতরাং সমাজের বিত্তবান সহ সামর্থ্যবান প্রতিটি নাগরিককে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ভূবার্তা পরিবার আহ্বান জানান এবং ভবিষ্যতে মানুষের সমস্যা যতদিন থাকবে, আমরা সাধ্যমত তাদের পাশে থাকব এবং সাধ্যমত সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিব।