স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন সৎ, ত্যাগী, নিরহংকার, পরিচ্ছন্ন, নিবেদিত ও কর্মিবান্ধব বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব রাজপথের বর্তমান সময়ের সাহসী এক যোদ্ধা।
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে উন্নয়নের জোয়ারে ভাসাচ্ছেন। একাগ্রতার সাথে ভাওয়ালগড় ইউনিয়নের সকল সমস্যা সমাধানে তার তৎপরতা সকলের কাছেই দৃশ্যমান। যারা দেশ ও জনগনের জন্য নিজের জীবনকে মৃত্যুর দুয়ারে বারবার ঠেলে দিয়ে কাজ করে জীবন্ত ও কালজয়ী ইতিহাস সৃষ্টি করতে
পারে তাদের মধ্যে অন্যতম চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিক। ভাওয়ালগড় ইউনিয়নের শান্তির অগ্রদূত, ভাওয়ালগড় ইউনিয়নের উন্নয়নের কর্ণধার, চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিক গত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকে তিনি এলাকার রাস্তা প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, লেক দূষণ মুক্ত এবং স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার স্থাপনা বিল্ডিং করা সহ ভৌত অবকাঠামো সমূহ পাকাকরণে বিশেষ ভূমিকা অব্যাহত রেখেছেন। শুধু
তাই নয় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে তার অবস্থান প্রশংসনীয়। যার ফলে চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিক অপ্রতিদ্বন্ধী হিসেবে অবস্থান করছেন জনতার মন মন্দিরে। সাদামাটা জীবনযাপন করা এই ব্যাক্তি একই সাথে নিজের ব্যাক্তিগত জীবন, রাজনৈতিক অঙ্গন, নিজ ইউনিয়নের বাসিন্দাদের মন জয় করে তাদের ভালোবাসা অর্জন সব ক্ষেত্রেই
সমানতালে সফলতা অর্জন করেছেন। আর তার এই সফলতার পেছনে অন্যতম প্রধান কারন তার অতিসাধারন জীবনযাপন ও মানুষের বিপদে আপদে সর্বক্ষন পাশে থাকার এক আদম্য মানষিকতা। যা তাকে তার এলাকার সর্বস্তরের মানুষের মধ্যমণি করে রেখেছে। দিনরাত, ঝড়-বৃষ্টি সব প্রতিবন্ধকতাকে জয় করে মানুষের বিপদে আপদে সর্বদা পাশে
দাঁড়িয়েছেন। কেউ কোন সমস্যা নিয়ে তার কাছে এলে শত ব্যস্ততার ভিড়েও হাসিমুখে ধৈর্য সহকারে তাদের কথা শুনেছেন, সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করেছেন। এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডে রেখেছেন অসামান্য অবদান। দলীয়
নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা মনে করছেন এটা প্রমাণিত যে, চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিক এর বিকল্প চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিকীই। এলাকায় শুধু রাজনৈতিক কর্মকান্ডই নয় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিক এর আকাশচুম্বি জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।