মিঠু মুরাদ
ব্যুরোচীফ,লালমনিরহাট
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি স্বর্ণের দোকানসহ পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন, এই অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল রোববার, ৩ মে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়িমারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়িমারী বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটে প্রথমে বিসমিল্লাহ স্টোর নামের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। এরপর পাশের একটি স্বর্ণের দোকানসহ আশপাশের আরও ৫টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের
ইনচার্জ দেলোয়ার হোসেন অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।’ তবে ঠিক কি পরিমান আর্থিক ক্ষতি হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।