হপকিন্সের উপাত্ত অনুসারে, করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে এখন অবধি মারা গেছেন অন্তত ১ লাখ ১৪ হাজার ২৫০ জন। এছাড়া, মেক্সিকোতে অন্তত ৬০ হাজার ২৫৪ জন, ভারতে ৫৬ হাজার ৭০৬ জন ও যুক্তরাজ্যে ৪১ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
দ্য নিউ ইয়র্ক টাইমস অনুসারে, করোনা মহামারি শুরুর পর থেকে জনপ্রতি মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল ইউরোপীয় দেশগুলোয়। বেলজিয়াম, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেন ও স্বাধীন ছিটমহল সান মারিনোয় প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৫০ জনের বেশি করে মারা গেছেন। সম্প্রতি ইউরোপে করোনার সংক্রমণ ফের বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের কথা জানিয়েছে জার্মানি, ইতালি ও স্পেন। এদিকে, গত সপ্তাহে জনপ্রতি মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে দক্ষিণ ও মধ্য আমেরিকা বা ক্যারিবীয় দেশগুলোয়। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিল ও মেক্সিকোয়।
উল্লেখ্য, এখন অবধি বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩২ লাখের বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৯ লাখের বেশি।