ময়মনসিংহের ভালুকায় বাস-প্রাইভেটকারের সং’ঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ৬ জন নি’হত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে এ দু’র্ঘটনা ঘটে।






ভালুকা মডেল থানার ওসি মোহা’ম্ম’দ মাইন উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজে’লা সদরের ডিগ্রি কলেজের সামনে একটি প্রাইভেটকার ইউটার্ন নেয়ার সময় হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এ সময় প্রাইভেটকারের সামনের এক তৃতীয়াংশ বাসের মধ্যে ঢুকে যায়। এতে একেবারে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটারটি।






এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও তিনজন পুরুষ মা’রা যান। এরা প্রাইভেটকারের যাত্রী। নি’হতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও ফা’য়ার সার্ভিস লা’শ উ’দ্ধারে কাজ করছে।