বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল আবারো স্বাভাবিক হয়েছে। সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর কুয়াশা কেটে যাওয়ায় আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্বাভাবিক হয় ফেরি চলাচল।
এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আজ সোমবার ভোর ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ভোররাতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়।
বিআইডাব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।