নিজস্ব প্রতিনিধি
BTEBMTS ও বাংলাদেশ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিষ্ট সোসাইটি(কেন্দ্রীয় সংসদের) উদ্দগে আজ আব্দুল্লাহপুরের ফায়দাবাদ, উওরা ৯ নং সেক্টর ও হুসাইন মার্কেট টংগী এলাকায় । ত্রান বিতরণ করেন।
বাংলাদেশ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিষ্ট সোসাইটি -কেন্দ্রিয় কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ সাহিন আলম সবার কাছে দোয়া চান।
মেডিকেল টেকনোলজিষ্ট গন মানব সেবায় নিয়োজিত আছে মেডিকেল গুলোতে পাশাপাশি অনাহারী মানুষের পাশেও থাকতে চান।
তিনি আরো HTV য়ের মাদ্ধ্যমে সরকারকে জানাতে চান এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মিনতি করেন ১২ বছর যাবত বন্ধ মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ দ্রুত চালু করার অনুরোধ করেন এবং করোনা সহ যাবতীয় রোগ নির্ণয় সহজ করার জন্য দ্রুত ৫০ হাজার মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ প্রদানের দাবি জানান