বর্ষা
সমাপ্তি রানি দাস
একাদশ শ্রেণী
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ
বর্ষা মানেই কেয়াফুল আর হিজলের কবিতা
বর্ষা মানেই কিশোরীর আচলে কদমের ছবিটা।
বর্ষা মানেই বৃষ্টি বাদল
নদীতে আসে বান
আষাঢ়, মেঘ, বৃষ্টি বর্ষারই দান।
বর্ষা মানেই বুড়োদাদুর পা পিছলে কোমড় ভাংগার গান
বর্ষা মানেই নদীর ভাংগন
ডানপিটেদের ভেলায় ভাসন।
বর্ষা মানেই কৃষকের খাওয়া বন্ধ সারাদিন নেয়ে প্রকৃতির সাথে করা যুদ্ধ
বর্ষা মানেই ভারি বর্ষণ
সূর্য রোদের নাহি মিলে দর্শন।