বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে আব্দুল খালেক (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে বুধবার গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা তার ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ও নগদ টাকা লুট করে নেয়।
ভুক্তভোগী বাড়ির মালিক আব্দুল খালেক জানান, বুধবার আনুমানিক রাত ৩টা থেকে সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা মই দিয়ে ছাদে উঠে। পরে সিঁড়ির ঘর দিয়ে বাড়িতে ঢুকে প্রথমে তারা তার হাত পা বেঁধে তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ পঞ্চাশ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার সহ আনুমানিক প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা যাবার সময় সাত দিনের মধ্যে আরও দুই লক্ষ টাকার দাবী করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বগুড়ার কাহালু থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই ঘটনাস্থল পরিদর্শন করছেন। জরুরি ভিত্তিতে তদন্ত পূর্বক অপরাধীদের গ্রেফতারে অভিযান চালানো হবে।