মিজানুর রহমান, ফরিদপুর প্রতিনিধিঃ
খালি পেট, শূন্য পকেট। দুইটা বাচ্চা নিয়া কি যে করি মাথায় কিছু আসে না। এখন এক একটা দিন যেন বছরের সমান। শেখ কবির (ছদ্ম নাম) ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা । পেষায় একজন মাহিন্দ্র গাড়ি চালক । দেশ করোনা প্রভাবে লক-ডাউন হওয়ায় লাখ লাখ কর্মহীন মানুষের মধ্যে তিনিও একজন । কাজ না থাকায় গত এক মাস যাবত অন্ধকারচ্ছন্ন জীবন পার করছে বউ-বাচ্চা নিয়ে। হটাৎ মশাল হাতে কেউ একজন এলো, বললেন মামুন ভাই পাঠিয়েছে বৈশাখীর উপহার দিয়ে। খাবার পেয়ে আনন্দে চোখ থেকে ঝরে পড়ল অশ্রুকণা।
তিনি কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী আঃ মান্নান তালুকদারের ছেলে। চলমান মহামারিতে কৃষ্ণপুর ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের মাঝে এস এম কামরুজ্জামান (মামুন) যেন দেবদূতের মত এসেছেন। সবাই যখন করোনার ভীতিতে ঘর বন্দি তখন তার নেতৃর্ত্বে একদল যুবক কাজকরে যাচ্ছে অবিরাম। খবর পেলেই ছুটে যায় অসহায় মানুষের দুয়ারে দুয়ারে। সামর্ধ্য অনুযায়ী নিজেকে বিলয়ে দেন সাধারন মানুষের মাঝে ।
এস এম কামরুজ্জামান (মামুন) বলেন, আমার প্রচার প্রচারনার দরকার নেই। আমি যদি আমার এলাকার একটি পরিবারে মুখে অন্ন তুলে দেওয়ার পর আমার মৃত্যু হয় আমি ভাববো ভাল একটা কাজ করে এসেছি। আমি চাই আমার মত সমাজের অন্যরাও সাধ্য মত কর্মহীন ক্ষুধার্ত মানুষদের সাহায্য করুক । চলমান সমস্যা মোকাবিলায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
এসময় তিনি কৃষ্ণপুর ইউনিয়নের জনগনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও ঘরে থেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার আহবান করেন।