নিজস্ব প্রতিনিধি
করোনা ভাইরাস রোধে সরকার কর্তৃক লকডাউন নির্দেশনায় মানুষ যখন ঘরবন্দি তখন কর্মহীন মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা জিনদপুর ইউনিয়নের,জিনদপুর প্রবাসী মানব কল্যান ঐক্য পরিষদের উদ্যোগে ১৮০টি অসহায় ছিন্নমূল হতদরিদ্র খেটে খাওয়া মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন। সোমবার দুপুরে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ গেইট প্রাঙ্গণে বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয় মোনাজাত শেষে এই এান বিতরণ শুরু হয়। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে হত-দরিদ্র ১৮০ টি পরিবারে মাঝে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল,১ কেজি পেঁয়াজ,১ লিটার তেল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভূইয়া, জিনদপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম সাদেক, বাঙ্গরা বাজার কমিটির সভাপতি রবিউল আওয়াল,ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী আব্দুর রহমান,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন, জিনদপুর বাজার কমিটির সভাপতি কবির আহাম্মদ সরকার ( আবু জাহের ডাক্তার), আবুল বাশার মাস্টার,আবু জামাল মাস্টার,আবুল হোসেন রানা,হারুনুর রশিদ,আবদুল হক মেম্বার, আবদুল খালেক,আব্দুর রহমান,জয়নাল আবেদীন, আমেরিকা প্রবাসী শওকত আকবর কিশোর, লাউরফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ইমতিয়াজ বেগ ইমন, সুমন খান,সোহেল তানভীর,সাইদুর রহমান সাহাবউদ্দীন,কাউছার আহাম্মদ, ওমান প্রবাসী আবদুল কাইয়ুম, মালয়েশিয়া প্রবাসী সেলিম চৌধুরী, আরিফুল ইসলাম, প্রবাসী আবদুস সালাম, কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলো সাংবাদিকবৃন্দ, যুব সমাজ এবং ছাত্র সমাজ।