পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করায় বুধবার দুপুরে গাজীপুর শ্রমজীবী সমন্বয় পরিষদ আনন্দ মিছিল করেছে। মিছিলটি নগরীর বোর্ডবাজার কালাই মার্কেট এলাকার বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন, শ্রমিক নেতা মো. আসাদুল ইসলাম মাসুম, আকাশ আহাম্মেদ বাবুল, মো. কফিল উদ্দিন, মো. রাসেল মন্ডল, মো. মাজাহারুল ইসলাম, সানজিদা আক্তার সুমী প্রমূখ। সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এম.পি সহ মুজুরি বোর্ডের সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, নতুন মজুরি নির্ধারণে অধিকাংশ শ্রমিক খুশি হয়েছেন। এখনও পর্যন্ত আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদেরকে বুঝিয়ে শান্তির পথে নিয়ে আসা হবে।