সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় সারা দেশে এক লাখ চারা বিতরণের লক্ষ্যে পিরোজপুরে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় সার্কিট হাউসে পিরোজপুর জেলা প্রশাসক অাবু অালী মোঃ সাজ্জাদ হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচিতে সার্কিট হাউসে গাছের চারা রোপণ ও পথচারীদের মধ্যে চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক অাবু অালী মোঃ সাজ্জাদ হোসেন।
এ সময় লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা কাজী রুহিয়া হাসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল, পিরোজপুর মহিলা পরিষদের সহ সভাপতি অর্পনা হালদার।
লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমরা দেশব্যাপী গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে এ সংগঠনের সদস্যদের টিফিনের টাকায় ২৬ জেলায় ৫৬ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে লাল সবুজের সদস্যরা এই চারা উপহার দিচ্ছেন বলেও জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পিরোজপুর শাখার সভাপতি ওয়ালিদ শেখ সাগর, সহ সভাপতি মোঃ সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন, প্রচার সম্পাদক সৈয়দ রাসেল ও শিক্ষা বিষয়ক সম্পাদক তুষার প্রমুখ।