বাবু,চাটমোহর (পাবনা) প্রতিনিধি
দেশের এই ক্রান্তিলগ্নে ও সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধির বাড়ির ঘরের ভিতর, মাঠির নিচে ও পুকুরে মিলছে সরকারি ত্রান সামগ্রী ঠিক সেই মুর্হুতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোঁয়াইল গ্রাম এলাকার কিছু উদ্যোমি যুবকের প্রচেষ্টায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৬০ টি হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে ।৩০শে এপ্রিল (বৃহস্পতিবার ) যুবকদের উদ্যোগে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অন্তত ৬০টি পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী হিসেবে খাবার (ত্রান) বিতরণ করেছে অত্র গ্রামের যুবসমাজ।আব্দুর রহমান সানু সরকারের নেতৃত্বে নিজস্ব ব্যবস্থাপনায় গ্রামের দরিদ্র এবং নিম্নমধ্যবিত্তদের তালিকা প্রনয়নের মাধ্যমে এ ত্রান বিতরণ কার্যক্রম করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ত্রাণ বিতরণ করার পাশাপাশি রাতের অন্ধকারে নিম্নমধ্যবিত্তদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়। এব্যাপারে জানতে চাইলে, আবদুর রহমান সানু সরকার বলেন গ্রামের অনেকেই দিন আনে দিন খায়। প্রায় মাসাধিক সময় কাজ বন্ধ থাকার কারণে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। তাই আমরা গ্রামের যুবকরা বিবেকের তাড়না থেকে নিজেদের স্ব ইচ্ছায় প্রতিবেশীদের পাশে দাড়ানোর চেষ্টা করছি মাত্র। এ সময় খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি এস,এম নজরুল ইসলাম। তিনি বলেন জাতির এ ক্রান্তিলগ্নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে নিজ গ্রামের অসহায় মানুষদের পাশে দাড়ানোর এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি চাটমোহর উপজেলার সকল যুবকদের তার নিজ নিজ জায়গায় থেকে প্রতিবেশীদের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি। তিনি আর ও বলেন, এলাকার কিছু উদ্যোমি যুবকের প্রচেষ্টায় হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে রাতে গিয়ে খাবার (ত্রান) সামগ্রী পৌছানো এলাকার বিত্তশালীদের আরো উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
চাটমোহরের নিউজ টা পাবলিস্ট হয়নি।